07 Jan

Jubok.org হলো যুবক ও তরুণ পুরুষদের জন্য একটি সচেতনতা ও আন্দোলনমূলক নাগরিক প্ল্যাটফর্ম। এর লক্ষ্য যুবকদের দায়িত্বশীল, ন্যায়ভিত্তিক ও সাহসী নাগরিক হিসেবে গড়ে তোলা—যারা দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। Jubok.org যুবকদের শক্তিকে ধ্বংসে নয়, রাষ্ট্র ও সমাজ গঠনে কাজে লাগানোর আহ্বান জানায়।